Wednesday, November 12, 2025

আমিরের দাদুর কাছে হেরেছিলেন শাহরুখের বাবা! প্রকাশ্যে দুই তারকার ‘খান’দানি লড়াই

Date:

Share post:

একজন বলিউড বাদশা, অন্যজন মিস্টার পারফেকশনিস্ট। দুই সুপারস্টারের সিনেমা করার স্টাইল এবং ম্যানারিজিম দুরকম। এদের অনুরাগীদের মধ্যে নিজের প্রিয় তারকাকে নিয়ে যেমন রেষারেষি চলে ঠিক তেমনি দুই খানের পরিবারের লড়াইয়ের ইতিহাসটাও বেশ মনে রাখার মতো। শাহরুখ খান এবং আমির খান (Shahrukh Khan And Amir Khan) কখনও একসঙ্গে কোনও সিনেমা করেননি। দুজনের অলিখিত শত্রুতার কথা গোটা বলিউড জানে। তবে অনেকেই জানেন না যে এনাদের আগের প্রজন্মের মধ্যেও লড়াই ছিল। আর সেখানে আমির খানের দাদুর কাছে হেরেছিলেন শাহরুখ খানের বাবা!

আমির খান এখন সিনেমা থেকে অনেক দূরে। আর শাহরুখ খান সিনিয়র সিটিজেন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন করে নিজের জাত চিনিয়েছেন ভারতীয় বিনোদন জগতকে। বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে কিং বলা হয়। দুই ‘খান’ রাজনীতি থেকে অনেক দূরে থাকলেও তবে এনাদের পরিবারের যে লড়াইয়ের কথা বলা হচ্ছে সেখানে রাজনীতির একটা বিশেষ ভূমিকা ছিল। শাহরুখ খানের বাবা, প্রয়াত মীর তাজ মোহাম্মদ খান ভোটে লড়েছিলেন আমিরের দাদুর বিপক্ষে, আর সেখানেই এসেছিল পরাজয়। পুরো বিষয়টি প্রকাশ্যে আসার নেপথ্যে সোশ্যাল মিডিয়া। এক্স অ্যাকাউন্ট পপ বেসের একটি পোস্টে জানতে চাওয়া হয়, ‘আপনার প্রিয় সেলিব্রিটি ফ্যাক্টের কথা বলুন’। এর উত্তরে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘শাহরুখ খানের বাবা ১৯৫৭ সালে গুরগাঁও থেকে লোকসভা নির্বাচনে আমির খানের দাদু কালাম আজাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অমর উজালার ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, ১৯৫২ সালে তৎকালীন গুরগাঁয়ে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫৭ সালে দেশের দ্বিতীয় লোকসভা নির্বাচনে কংগ্রেসের আবুল কালাম আজাদ পেয়েছিলেন ১ হাজার ৯১ হাজার ২২১ভোট। আমিরের মা জিতান হুসেনের জেঠু। সেই সূত্রে দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৌহিত্র আমির খান। নির্দল প্রার্থী হিসাবে শাহরুখের বাবা, তাজ মোহাম্মদ খান একটি ভোটও পাননি। তাই বোঝা যায় প্রতিদ্বন্দ্বিতা আজ নতুন নয়। যদিও এখন আমির এবং শাহরুখের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।


spot_img

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...