আর জি কর কাণ্ড: আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের, আলো নিভল ভিক্টোরিয়ারও

আর জি কর কাণ্ডের তদন্তের দায়িত্বভার হাতে নেওয়ার তিন সপ্তাহ কেটে গেলেও এখনও কাওকে গ্রেফতার বা আটক করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঠিক বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন গোটা শহরবাসী।

বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আলো নিভিয়ে চলছে প্রতিবাদ। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।

এদিন সন্ধেয় গোটা শহরের দিকে দিকে শুরু হয় মিছিল। আর জি করের বাইরে হাতে মোমবাতি নিয়ে স্লোগান দেন প্রতিবাদীরা। যাদবপুর কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সাউথ সিটি পর্যন্ত মিছিল হয়। তাতে পা মেলান অভিনেত্রী স্বস্তিকা-সহ একাধিক তারকা। গড়িয়াহাটে মানববন্ধন করা হয়। এছাড়া বিশ্ববাংলা গেটের কাছে মিছিল করেন নিউটাউনের বাসিন্দারা। পথে নেমে বিক্ষোভে শামিল হন তথ্যপ্রযুক্তি কর্মীরাও।

আরও পড়ুন- আমিরের দাদুর কাছে হেরেছিলেন শাহরুখের বাবা! প্রকাশ্যে দুই তারকার ‘খান’দানি লড়াই

 

Previous articleআমিরের দাদুর কাছে হেরেছিলেন শাহরুখের বাবা! প্রকাশ্যে দুই তারকার ‘খান’দানি লড়াই
Next articleগাড়ি বাতিলের সময়সীমা বাড়ানোর আর্জি, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য