গাড়ি বাতিলের সময়সীমা বাড়ানোর আর্জি, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

বৃহত্তর কলকাতায় ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের বিষয়ে হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। হাইকোর্টের বেঁধে দেওয়া ১৫ বছরের সময়সীমা বাড়িয়ে কুড়ি বছর করার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানানো হবে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রে জানা গেছে। গাড়ির রক্ষণাবেক্ষণ সঠিক থাকলে শুধুমাত্র বয়েসের কারণে গাড়ি বাতিল করে দেওয়ার বিরোধিতা করা হবে। এধরণের গাড়ি গুলির স্বাস্থ্য পরীক্ষা করে দূষণ ছড়ানোর মাত্রা নিয়ন্ত্রণে থাকলে যাতে সেগুলিকে ছাড় দেওয়া হয় সে আবেদনও জানানো হবে। প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্যের হয়ে এই মামলা লড়বেন।

হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে হলে ২০২৫ সালের মধ্যে কেএমডিএ এলাকাতে প্রায় দেড় হাজার গাড়ি বাতিল হয়ে যেতে পারে। গণ পরিবহনের ওপরেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

আরও পড়ুন- আর জি কর কাণ্ড: আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের, আলো নিভল ভিক্টোরিয়ারও

 

Previous articleআর জি কর কাণ্ড: আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের, আলো নিভল ভিক্টোরিয়ারও
Next articleদায়িত্ব নিয়েই সচিব-ডিএমদের সঙ্গে বৈঠক নতুন মুখ্যসচিবের