বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিসের (Weather Department) খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আকার নিচ্ছে। এর প্রভাবে শুক্রবার থেকে আবহাওয়া বদলাবে। শনি- রবিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। এখনও পর্যন্ত কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। নিম্নচাপ তার উৎপত্তিস্থল থেকে অন্ধ্র-ওড়িশা উপকূল কাছে। একটি বেসরকারি আবহাওয়া সংস্থা সূত্রে খবর, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে সরছে। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর বঙ্গোপসাগরের উপর দিয়ে আগামী সপ্তাহেও এটি অগ্রসর হবে। তার নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকবে। কবে ও কোন জায়গা দিয়ে নিম্নচাপটি স্থলভূমি অতিক্রম করবে সেই ব্যাপারে কোনও আপডেট নেই।

ভ্যাপসা গরমের মাঝেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দার্জিলিং ও জলপাইগুড়িতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
