রেকর্ড যেন তাঁর নামে সঙ্গে অতপ্রতভাবে জরিত। মাঠ হোক বা মাঠের বাইরে। নজির গড়া যেন তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল ফুটবল কেরিয়ারে ৯০০টি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছুঁয়ে ফেললেন মাইলস্টোন । সেই সঙ্গে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি।

গতকাল নেশনস লিগে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় রোনাল্ডোর দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। সাত মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে গোল করেন দিয়েগো দালোট। তারপরে ৩৪ মিনিটে অনন্য কীর্তি। নুনো মেন্ডেসের মাপা পাস থেকে নিখুঁত শটে সিআরসেভেনের গোল। আর এই গোলের সুবাদে নজির গড়েন রোনাল্ডো। ৯০০ গোলের মাইলফলক গড়ে ফেললেন পর্তুগিজ মহাতারকা।

এই নজির গড়ার পর রোনাল্ডো বলেন, “ আমি রেকর্ডের পিছনে দৌড়ই না, রেকর্ড আমার পিছনে ছোটে । আমার কাছে এই গোলটা খুবই বিশেষ একটা মুহূর্ত। অনেক দিন ধরে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষা করছিলাম। জানতাম একদিন পৌঁছে যাব। আমি জানতাম খেলা চালিয়ে গেলে খুব স্বাভাবিক ভাবেই এই মাইলফলকে পৌঁছতে পারব।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
