Thursday, August 21, 2025

R G Kar: পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক: জুনিয়র চিকিৎসকদের আর্জি অভিষেকের

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আর এরই মধ্যে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলন জারি রেখে পরিষেবা সচল রাখার আবেদন জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

কর্মবিরতি জেরে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) পরিষেবা না দিয়ে রেফার করার অভিযোগ ওঠে। তার জেরেই পথে মারা যান দুর্ঘটনায় গুরুতরে যখন বিক্রম। যুবকের মায়ের অভিযোগ, “সঠিক সময়ে চিকিৎসা পেলে ছেলেটা বেঁচে যেত।” এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“বাইক দুর্ঘটনায় গুরুতর আহত কোন্নগরের এক যুবক কার্যত চিকিৎসা না পেয়ে মারা গেল। ৩ ঘণ্টা ক্রমাগত তাঁর রক্তপাত হয়। যদিও আমি মানছি, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য এবং বৈধ। #RGKar-এর চিকিৎসকদের কর্মবিরতির জেরেই এই পরিণতি। প্রতিরোধযোগ্য অবহেলার কারণে মৃত্যু হতে দেওয়া অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল্য। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে, যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার কারণে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।” এরপরের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর্জি জানান, “আমার বিনীত অনুরোধ, পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক।”

মৃত তরুণের মায়ের আক্ষেপের পরেই এক্স হ্যান্ডেলে আন্দোলনকারীদের উদ্দেশে এই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই আর জি কর-কাণ্ড নিয়ে সহানুভূতিশীল অভিষেক। এই বিষয়ে জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জানান। তবে কর্মবিরতির জেরে রোগী পরিষেবা ব্যাহত, সর্বোপরি রোগী মৃত্যুর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানালেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- বিচার চাই, নৈরাজ্য নয়! গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...