অগ্নি ৪ এর সফল উৎক্ষেপণ, কী বিশেষত্ব জানেন?

সফল উৎক্ষেপণ। মধ্যম পাল্লার ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মারণ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ।

অত্যাধুনিক অগ্নি-৪ মারণাস্ত্রের বিশেষত্ব

* ৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে।

* ২০ মিটার দীর্ঘ এই মিসাইল ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম।

* রোড মোবাইল লঞ্চার থেকে এই মিসাইল নিক্ষেপ করা যেতে পারে।

* খুব বেশি ওজন না হওয়ায় সহজে বহন করা সহজ।

আরও পড়ুন- অভীক-বিরূপাক্ষকে সাসপেন্ড, সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

Previous articleঅভীক-বিরূপাক্ষকে সাসপেন্ড, সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
Next articleশীতলকুচির গণধর্ষণে দোষীদের ২৫ বছরের সশ্রম কারাদণ্ড