Wednesday, January 14, 2026

কবে বিচার শুরু হবে? সিবিআই-এর দীর্ঘসূত্রিতা নিয়ে কটাক্ষ ডেরেক

Date:

Share post:

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের দ্রুত বিচারে দাবিতে সরব শাসক-বিরোধী সব পক্ষই। তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)- দ্রুত বিচারে দাবি জানিয়েছেন সবাই। এই পরিস্থিতিতে একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে, কিন্তু মামলার চার্জশিট (Charge Sheet) কবে জমা দেবে তার কোনও ঠিক নেই। তদন্তের নামে সিবিইয়ের এই দীর্ঘসূত্রিতার বিরোধিতায় সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brian)। তিনি প্রশ্ন তোলেন, CBI কবে চার্জশিট দাখিল করবে? অভিযুক্তদের কবে শুরু হবে বিচার?মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র কটাক্ষ করে ডেরেক (Derek O’Brian) লেখেন, ”আর জি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে?”৯ অগাস্টের ঘটনায় তদন্তে নেমেই ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু আদালতের নির্দেশে তিনেকের মধ্যেই আর জি করে ধর্ষণ-খুন মামলার তদন্তভার যায় সিবিআই। তার পর থেকে তদন্ত চলছে কিন্তু কোনও অগ্রগতি নজরে পড়ছে না। এখনও পর্যন্ত হাতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, সঞ্জয় একাই অভিযুক্ত। ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছে সে।

এবার আদালতে চার্জশিট জমা দিতে হবে সিবিআইকে। তার পর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। কবে দোষী সাব্যস্ত হবে? কবেই বা শাস্তি ঘোষণা হবে? সেই প্রশ্ন তুলে এবার সিবিআইকেই নিশানা করেন ডেরেক। সিবিআইয়ের হাতে আর জি করের তদন্তভার যাওয়ার পর মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল “ওদের সাফল্যের হার খুব কম।“ বিচার প্রক্রিয়া শেষ করতে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সিবিআইয়ের উপর চাপ বাড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।










spot_img

Related articles

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...

নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের প্রচার: তৃণমূল কর্মীদের মারধর বিজেপির

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)।...