যৌন নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তৎপর রাজ্য, বিশেষ পকসো আদালত তৈরির প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

আরজি কর কাণ্ডের আবহে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তৎপর হল রাজ্য সরকার। নবান্নে রাজ্যে পাঁচটি বিশেষ পকসো আদালত তৈরির প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাজ্যে ইতিমধ্যে ৬২ টি পকসো আদলত রয়েছে। নতুন আদালত গুলি তৈরি হলে পকসো আদালতের সংখ্যা বেড়ে হবে ৬৭। সবার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যে শিশুদের উপর যৌন নির্যাতনের একটি ঘটনাও যেন না ঘটে তা নিশ্চিত করতে দ্রুত বিচার দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে রাজ্যে আরও এ ধরনের ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে।

এদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও আজ আরজিকর প্রসঙ্গ উঠে আসে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ওই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোন কিছু নিয়ে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ কোনো প্রতিক্রিয়া দেবেন না বলে মন্ত্রিসভার সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে সরকারের কাজে গতি আনতে বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রীদের আরো ভালোভাবে কাজে লাগাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কিছু খাস জমি উদ্বাস্তুদের পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- কার্ফু সত্ত্বেও প্রতিরোধ মনিপুরে, রাজ্যপালকে সময় বেধে দিল ছাত্ররা