Friday, May 23, 2025

আলোচনা চেয়ে নবান্নে অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী, উপেক্ষা করে কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

সমস্যার সমাধানে আলোচনা চেয়ে জুনিয়র চিকিৎসকদের জন্য নবান্নে অপেক্ষায় ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই প্রস্তাবও উপেক্ষা করে কর্মবিরতিতেই অনড় জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার, সন্ধে সাড়ে সাতটার পরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, সদর্থক মনোভাব নিয়ে ইমেল করে আন্দোলনরত ডাক্তারদের ইমেল পাঠানো হয়েছিল। কিন্তু সাড়া দেননি জুনিয়র চিকিৎসকরা। যদিও আন্দোলনকারীদের দাবি, নবান্ন থেকে নয়, ইমেল এসেছিল স্বাস্থ্যসচিবের থেকে।প্রশাসনিক বৈঠক থেকেই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তোলার পাশাপাশি প্রয়োজনে তাঁর সঙ্গে দেখা করে আলোচনার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই কর্মবিরতিতে রয়েছে জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার, তাঁরা স্বাস্থ্যভবন অভিযান করছেন। পুলিশ পথ আটকানোয় স্বাস্থ্য ভবনের ১০০ মিটার দূরে রাস্তায় বসে পড়েছেন সবাই। এই পরিস্থিতিতেই নবান্ন থেকে আলোচনার প্রস্তাব দিয়ে ইমেল যায় আন্দোলনরত চিকিৎসকদের কাছে। চিকিৎসকদের জন্য নবান্নে অপেক্ষা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু সাড়ে ৭টার পরেও কোনও উত্তর না পাওয়ায় নবান্ন ছাড়েন মমতা। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় চন্দ্রিমা জানান, সাধারণ গরিব মানুষের পরিষেবা যাতে বিঘ্নত না হয় সেই কারণে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন। সুপ্রিমকোর্টের তরফেও সেই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সন্ধে ৬:১০ মিনিটে জুনিয়র ডাক্তাদের কাছে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে ইমেল যায়। ১০ জন বা প্রয়োজনে বেশি প্রতিনিধিকে আসার জন্য বলা হয়। তার আগে আন্দোলনে উপস্থিত প্রশাসনিক কর্মীরা এই বার্তা দেন। আলোচনার জন্য মুখ্যমন্ত্রী নবান্নে তাঁর কার্যালয়ে ৭:৩০ টা পর্যন্ত অপেক্ষা করেন।কিন্তু চিকিৎসকদের তরফ থেকে ইমেল বা অন্য কোনও মারফৎ উত্তর আসেনি। সাড়ে সাতটার পর নবান্নে থেকে ফিরে যান মমতা। রোগীকে পরিষেবার জন্যই জুনিয়রদের পরিষেবা ফেরার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী।

সোমবারেই জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই সময় পেরিয়ে যাওয়ার পরেও সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। চন্দ্রিমার (Chandrima Bhattacharya) সংবাদ বৈঠকের মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনরত চিকিৎসকরা জানান, দাবিতে অনড় তাঁরা। তাঁদের তরফে ওই ইমেলকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করা হয়। জুনিয়র ডাক্তারদের যুক্তি, তাঁদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যসচিবের অপসারণও। কিন্তু বৈঠকের জন্য ইমেলটি পাঠানো হয়েছে, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের ইমেল আইডি থেকেই। এটাতে সেই কারণেই সাড়া না দিয়ে অবস্থা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।










spot_img

Related articles

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...