কথা রাখলেন অভিষেক, চালু হল আছিপুর থেকে বিবাদী বাগ বাস সার্ভিস

কথা দিলে কথা রাখেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ পর্যন্ত ডায়মন্ডহারবার কেন্দ্রের বাসিন্দাদের যা যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি কাজই তিনি করে দেখিয়েছেন। উদাহরণ পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, কিছুই বাদ যায়নি। কয়েক মাস আগে লোকসভা ভোটের ঠিক আগে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভায় মানুষের দাবি মেনে ব্রিজ করে দিয়েছেন। যার ফলে আজ লক্ষ লক্ষ মানুষ উপকৃত। মানুষ বলছেন, গত ৭০ বছরে যা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করে দেখিয়েছেন। এরই মধ্যে স্থানীয় আছিপুরবাসীকে দেওয়া কথাও রাখলেন তিনি।

বেশ কয়েক বছর হয়ে গেল আছিপুর থেকে ধর্মতলা পর্যন্ত একটি বাস চলত। ৭৭ নম্বর বাস। কিন্তু অনেকদিন হল ওই রুট বন্ধ হয়ে গিয়েছে। তাতে মানুষের ভোগান্তি বেড়েছিল। এবার স্থানীয় মানুষের এই সমস্যাও মিটিয়ে দিলেন সাংসদ। গত ১০ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় এসেছিলেন। তখন আছিপুরবাসীর তরফে পুজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস বলেন, বাস না থাকায় আছিপুরবাসীর খুব অসুবিধা হচ্ছে। শুনেই তিনি কথা দিয়েছিলেন তাপসবাবুকে। আর শেষ পর্যন্ত কথা রাখলেন তিনি। রাখিপূর্ণিমার দিন থেকে চালু হয়ে গিয়েছে আছিপুর থেকে বিবাদীবাগ সরকারি বাস সার্ভিস। আছিপুরবাসীর কাছে এটা একটা বড় পাওনা। বাস সার্ভিস চালু হওয়ার খবরে উল্লসিত আছিপুরের বাসিন্দারা। সকাল সাড়ে ছ’টা থেকে আপাতত এই বাসের সার্ভিস পাওয়া যাচ্ছে। ফলে কলকাতা যাতায়াতে আছিপুরবাসীর অনেক দিনের সমস্যা মিটল। পূজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস বলেন, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই কোনও সমস্যার কথা বলা হয়, তিনি তা মেটানোর চেষ্টা করেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন- আরও বিপাকে অরিন্দম শীল! এবার পরিচালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর