Monday, August 25, 2025

বিনেশের পাল্টা প্রার্থী দিল আপ! হরিয়ানায় মিলল না জোট রফা সূত্র

Date:

Share post:

প্রকাশ্যে জোট ভেস্তে যাওয়ার কথা না জানালেও নতুন করে ২১ আসনে প্রার্থী ঘোষণা করে আপ (AAP) বুঝিয়ে দিল হরিয়ানায় (Haryana) তারা কংগ্রেসের সঙ্গে জোটে নেই। রাঘব চাড্ডা, মণীশ শিশোদিয়ার মতো নেতারা জোটের কথা বললেও আদতে কংগ্রেস ও আপের উঁচুস্তরের নেতারা যে নিচু স্তরের নেতাদের কোনওভাবে মন জয় করতে পারলেন না সেটা স্পষ্ট হয়ে গেল মনোনয়ন পেশের (nomination file) সময়ই। বিনেশের মনোনয়ন জমার দিনই সেই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল আপ।

লোকসভা নির্বাচনের পরে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথমবার পরীক্ষার মুখে বিজেপি ও তাদের শরিকদলের সরকার। বিজেপি শাসিত হরিয়ানা থেকে বিজেপিকে সরিয়ে বিপক্ষ জোটের সরকার গঠনের আগেই বিপাকে জোট সদস্য কংগ্রেস ও আপ। দফায় দফায় বৈঠকের পরেও হরিয়ানা কংগ্রেস বা আপ নিজেদের পছন্দের আসন ছাড়তে রাজি হল না। অন্যদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হরিয়ানার মনোনয়ন জমা। কংগ্রেস ৪০ প্রার্থীর তালিকা (candidate list) প্রকাশ করেছিল। তার মধ্যে জুলানা (Julana) কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কুস্তিগির বিনেশ ফোগত (Vinesh Phohat)।

বুধবার মনোনয়ন জমা (nomination file) দেন বিনেশ ফোগত। সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা। বুধবারই আপের (AAP) পক্ষ থেকে ২১ প্রার্থীর তালিকা পেশ করা হয়। সেখানে জুলানা (Julana) কেন্দ্রে কবিতা দালালের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। প্রবীন কংগ্রেস নেতা ভূপিন্দর হুডা এই তালিকা প্রকাশের পরে আফশোস করেন, “কংগ্রেসের পক্ষ থেকে আলোচনার রাস্তা খোলা থাকলেও আপ জোট চায়নি।” এর আগে ৬১জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল আপ। কংগ্রেস এখনও পর্যন্ত ৪০ জনের তালিকা প্রকাশ করায় তুলনায় লড়াইতে অনেকটাই পিছিয়ে পড়ল কংগ্রেস।

আসন সমঝোতা না হওয়ায় এখন বিজেপির পাশাপাশি হরিয়ানা দখলের দাবি জানাচ্ছে কংগ্রেসের পাশাপাশি আপও। বুধবারই প্রার্থীদের সমর্থনে মিছিল করে মনোনয়ন জমায় যোগ দিতে দেখা যায় আপ নেতা রাঘব চাড্ডা ও মনীশ শিশোদিয়াকে।

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...