মাদককাণ্ডে জেলখাটা বিজেপি নেত্রী পামেলা ডাক্তারদের ধরনামঞ্চে!

বুধবার নবান্ন থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ডাক্তারদের আন্দোলনে কোথাও কী রাজনীতি ঢুকে পড়েছে? জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে সে কথা অস্বীকার করেন। কিন্তু বাস্তব তথ্য কী আদৌ সে কথা বলছে? ডাক্তারদের মঞ্চে দেখা গিয়েছে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। তিনি ধরনায় বসা জুনিয়র ডাক্তারদের খাবার পরিবেশ করছেন।

কোন পামেলা? এই পামেলা গোস্বামীই ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি মাদক পাচারের অভিযোগে কোকেন-সহ গ্রেফতার হন। তিনি তখন রাজ্য বিজেপির যুবমোর্চার সম্পাদক। তার সঙ্গে প্রবীর দে নামে আর একজনও গ্রেফতার হন। একটি কফিশপে কোকেন নিয়ে আর একজনের হাতে তুলে দেওয়ার সময় পুলিশ তাদের ধরে ফেলে। তার ব্যাগ গাড়ির সিটের তলা থেকে কোকেন মেলে। সেই পামেলা ডাক্তারদের ধরনা মঞ্চে কী করছেন? তিনি কী রাজনীতির লোক নন? চন্দ্রিমা ভট্টাচার্য কী ভুল বলেছিলেন? ছবিই তার প্রমাণ দিচ্ছে।

আরও পড়ুন- ওরা কেন এত জেদ করছে! ওদের বুঝিয়ে বলো: মুখ্যমন্ত্রী

 

Previous articleঅনুষ্ঠিত হল IB Fraternity -এর রজত জয়ন্তী বর্ষ
Next articleআন্দোলনে হাওয়া! পামেলার পর জুনিয়র ডাক্তারদের অবস্থানে পাখা হাতে বিজেপি নেত্রী শর্বরী