Sunday, December 14, 2025

আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে সরব পরিজনরা

Date:

Share post:

এক রোগীর মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে তৈরি হওয়া ‘অচলাবস্থা’কেই দায়ী করল মৃতের পরিবার। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে তাদের ছেলের চিকিৎসা হয়নি বলে অভিযোগ তুললেন মৃতের বাবা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ২৪-এর নন্দ বিশ্বাসকে চারদিন আগে আরজ কর হাসপাতালে ভর্তি করা হয়।মৃতের বাবা যতীন বিশ্বাস বলেন, ছেলের খুব জ্বর হয়েছিল। বনগাঁ থেকে চারদিন আগে এখানে ভর্তি করি।এভাবে মারা যাবে ভাবতে পারিনি।

তার অভিযোগ, চারদিন ধরে শুধুমাত্র বেডে ফেলা রাখা হয়েছিল। কোনও চিকিৎসাই করা হয়নি। স্যালাইন দিতেও রাজি হননি নার্সরা।বারবার আমরা ডাক্তারবাবুকে অনুরোধ করেছি।তিনি স্যালাইন দিতে বলছেন, কিন্তু নার্সরা রাজি হননি।আজ সকালে এসে শুনলাম ছেলে মারা গিয়েছে।তাদের পরিজনদের প্রশ্ন, এইভাবে যদি বেঘোরে মরে যেতে হয়, তাহলে হাসপাতাল ভর্তি নিল কেন? জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য আজকে হাসপাতালের এই অবস্থা।চিকিৎসককে জিজ্ঞাসা করায়, তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেকজন সিনিয়র কাজ করছেন, তাদের পক্ষে সবার দিকে নজর দেওয়া সম্ভব নয়।যদিও হাসপাতালের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।











spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...