সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি, সাতদিনে রিপোর্ট

সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এইসময়ের মধ্যে অভীকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

আর জি কর আর্থিক বেনিয়মে নাম উঠে এসেছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের। তাদের সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে অভিক দে-র বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চার সদস্যের তদন্ত কমিটিতে রাখা হয়েছে ডায়মন্ড হারবার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক উৎপল দাঁ, এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক পীতবরণ চক্রবর্তী, চিকিৎসক অভিজিৎ হাজরা সহ চিকিৎসক রামপ্রসাদ রায়। স্বাস্থ্য দফতরের তরফ থেকে সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এইসময়ের মধ্যে অভীকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।

হাই কোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। সেই ঘটনার তদন্তে নেমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। এরপরই সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সম্প্রতি তাদের সাসপেন্ড করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এরপর আজ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর, সূত্রের খবর, অভীকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেএই চার সদস্যের তদন্ত কমিটি।

Previous articleসেবি প্রধানের বিরুদ্ধে লোকপালে অভিযোগ, সক্রিয় সাংসদ মহুয়া
Next articleরাজ্যপালকেই সামাজিক বয়কট করা উচিত, মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের পাল্টা তোপ কুণালের