শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ৩৮টি লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কা

শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝের ব্রিজে কাজ চলবে।

শিয়ালদা-বনগাঁ শাখায় সপ্তাহ শেষে বাতিল থাকবে একাধিক ট্রেন।রেল সূত্রে জানা গিয়েছে, বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজের জন্যই বাতিল করা হবে শিয়ালদহ-বনগাঁ শাখার একাধিক ট্রেন। পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথাও জানিয়েছে রেল।এর ফলে ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছে রেল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝের ব্রিজে মেরামতির কাজ চলবে। সেই কারণে বাতিল করা হয়েছে ৩৮ টি লোকাল ট্রেন।

থাকল বাতিল ট্রেনের তালিকা-

শনিবার –

হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)

শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)

রবিবার –

বনগাঁ-শিয়ালদহ- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)

হাসনাবাদ-শিয়ালদহ- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)

দত্তপুকুর-শিয়ালদহ- 33612, 33618, 33613 (আপ-ডাউন)

বনগাঁ-মাঝেরহাট-30342

মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)

লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)

হাবরা-শিয়ালদহ- 33652, 33651 (আপ-ডাউন)

বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145

মাঝেরহাট-বারাসত- 30351

মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358

বারাসত-বনগাঁ- 33361

বারাসাত-শিয়ালদহ: 33432, 33434, 33431, 33435, 33439

বারাসাত–দত্তপুকুর: 33357

দত্তপুকুর–শিয়ালদহ: 33616











Previous articleহস্তক্ষেপের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের, কী অভিযোগ
Next articleরোহিতের মুম্বই ছাড়ার জল্পনার মধ্যেই হিটম্যানের ‘দল-প্রীতি’র কথা পীযূষের মুখে