অতিমারি ফেরার আশঙ্কা! চিনেই তৈরি কোভিডের মহৌষধ ‘ন্যানোভ্যাক্সিন

কোভিড ১৯ (Covid 19) আতঙ্কের স্মৃতি এখনও স্পষ্ট। ভ্যাকসিন, বুস্টারের সাহায্যে করোনাপর্ব আপাতত অতীত হয়েছে। কিন্তু ভবিষ্যতে আবার যদি ফিরে আসে? গবেষকরা বলছেন, আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না আর ঠিক সেই কারণেই এবার চিনের ল্যাবরেটরিতে তৈরি হলো কোভিডের মহৌষধ ‘ন্যানোভ্যাক্সিন’ (Nanovaccine) । বিজ্ঞানীরা বলছে শুধু ডেল্টা বা ওমিক্রনই নয়, করোনা ভাইরাস যদি কোন নতুন ভেরিয়েন্ট নিয়েও সামনে আসে তাহলেও এবার মোকাবিলা করা সহজ হবে।

কথায় আছে যে জিনিস বা যে গল্পের যেখানে শুরু হয় তার শেষটাও সেখানেই লেখা থাকে। তাই হয়তো বিতরকের শিরোনামে থাকা উহান গবেষণাগারেই (Wuhan institute laboratory ) ন্যানোভ্যাক্সিন তৈরি হল। আসলে করোনা পর্বের আগে বাদুড়ের শরীর থেকে ছড়ানো ভাইরাস নিয়ে গবেষণা করছিল উহান ইনস্টিটিউট। অভিযোগ উঠেছিল, সেই সময়ে ওই গবেষণাগার থেকেই বাইরে আসে করোনার জীবাণু। যার মূল্য দিতে হয়েছে গোটা বিশ্বকে। কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল ড্রাগনের দেশকে। কিন্তু তারা পরীক্ষা-নিরীক্ষা করা বন্ধ করেনি। অবশেষে মিললো সুফল। করোনা ভাইরাসের এপিটোপের সঙ্গে ফারিটিন এবং একটি রক্তকণার প্রোটিনকে মিলিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে এই টিকা কোভিডের সব মিউটেশনের সঙ্গেই লড়াই করতে প্রস্তুত।