Sunday, November 9, 2025

রাজ্য সরকার-শাসকদলকে বেকায়দায় ফেলতে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ছক! কুণালের বিস্ফোরক পোস্ট

Date:

Share post:

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার ডাক্তারদের অবস্থানে হামলা চালিয়ে রাজ্য সরকার শাসকদলকে বদনাম করার ষড়যন্ত্র চলছে। কথোপকথন পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের স্যোশাল মিডিয়ায় (Scocial Media) তিনি অভিযোগ করেন, এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের ভয়ঙ্কর চক্রান্ত চলছে। তাঁর অভিযোগ, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) অবস্থানে বিপুল বহিরাগতদের আনাগোনা চলছে। সেই জায়গা থেকেই এই হামলার ছক কষা চলছে।নিজের এক্স হ্যান্ডেল কুণাল লেখেন,
“ভয়ঙ্কর চক্রান্ত।
সল্ট লেকে ডাক্তারদের ধরনায় হামলা চালিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে কথা এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের মধ্যে। ওদের সূত্রেই পাওয়া। অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক।“
এর পরেই সেই কথোপকথনের কিছুটা অংশ পোস্ট করেন তিনি। সেখানে লেখা,
“All Alert
-” সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্যে।”
-” অর্ডার করলে উড়িয়ে দে।”
ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে, ওদের সূত্রেই।
রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের চক্রান্ত। ডাক্তারদের ধরনায় হামলার। ঘটনাস্থলে যাতায়াত বিজেপির যুবদেরও।
পূর্ণাঙ্গ সংলাপে আরও স্পষ্ট রূপরেখা।
পুলিশ, প্রশাসন নজর দিন। ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক।
একটু পরে আরও কিছু অংশ দেব। সব ওই শিবির থেকেই ‘লিক’ করছে। কারণ, ওদিকেও দুএকজন এই ভয়ানক খেলায় ঢুকতে দ্বিধাগ্রস্ত।“

কুণালের (Kunal Ghosh) অভিযোগ, রাজ্য সরকারকে বদনাম করতে ধর্না-আন্দোলনে হামলার ছক কষছে BJP। সেই কারণে অবিলম্বে বহিরাগতদের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ।










spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...