‘এ যেন এক বেবি ডল’, ইউভানের জন্মদিনে প্রথমবার ইয়ালিনীকে দেখে ঠিক এমন মন্তব্যই করলেন রাজ-শুভশ্রী ফ্যানেরা (Raj Chakraborty – Shubhaah Ganguly)। সেলেব কাপলরা এমনিতেই সন্তানের জন্মের পর তাকে প্রকাশ্যে আনতে চান না। যদিও ইউভানের (Yuvaan) ক্ষেত্রে সেই পথে হাঁটেননি। তার সব মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যুগলে। কিন্তু ইয়ালিনীর (Yaalini Chakraborty) ক্ষেত্রে একটু অন্য পথে হাঁটতে দেখা গেল রাজ-ঘরনীকে। ছেলের চার বছরের জন্মদিনে মেয়ের মুখ সকলকে দেখালেন ‘বাবলি’ নায়িকা। দাদার জন্মদিনে ইয়ালিনীর পরনে ছিল নীল রঙের ফ্রক। গোল গোল চোখে এদিক ওদিক তাকাতে দেখে ছোট্ট রাজকন্যাকে ভালবাসায় ভরিয়ে দিল নেটপাড়া।

রাজ-শুভশ্রীর ছেলের জন্মদিন মানেই টলিপাড়ায় সেলিব্রেশন মুড। এবারও ব্যতিক্রম হল না। তবে সঙ্গে চমক ১০ মাসের ইয়ালিনীর প্রকাশ্যে আসা। শুভশ্রীর ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে দেখা মিলল ইউভানের জন্মদিন সেলিব্রেশনের মুহূর্ত। থিম ছিল স্পাইডারম্যান। মা ছেলে সেজেও ছিলেন ঐ রঙের পোশাকে। লাল রঙের স্পাইডারম্যান থিমেরই কেক হাজির ছিল রাজ-শুভশ্রী পুত্রের জন্য। একহাতে কোলে থাকা ইয়ালিনীকে সামলে অপর হাতে ইউভানের সঙ্গে তাঁর জন্মদিনের কেক কাটলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের রাজকন্যাকে দেখে সকলেই বলছেন, সত্যিই বেবি ডল!
