দিনেদুপুরে কলকাতার (Kolkata) ব্যস্ত রাস্তা এস এন ব্যানার্জি রোডে বিস্ফোরণ। এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার, ধর্মতলা লাগোয়া এস এন ব্যানার্জি রোডে একটি পরিত্যক্ত ব্যাগ ছুঁতেই বিস্ফোরণ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তালতলা থানার পুলিশ (Police)। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডও পৌঁছয়। তবে, সেখানে কিছু পায়নি বলে সূত্রের খবর।প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বেলা পৌনে ২টো নাগাদ এসএন ব্যানার্জি রোডের পাশে একটি পরিত্যক্ত প্লাস্টিকের (Police) ব্যাগে বিস্ফোরণ ঘটে। আহত হন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ।
