Thursday, August 21, 2025

ফের বিমাতৃসুলভ আচরণ! কারণ ছাড়াই ফিরহাদের মস্কো সফরে ‘না’ বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

বাংলার উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার বরাবর বাধা দিয়ে এসেছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর দক্ষ প্রশাসনিক তৎপরতায় বারবার বাংলার প্রকল্পই গোটা দেশের রোল মডেল হয়েছে। কার্যত বাংলার সুনামে ঈর্শাকাতর কেন্দ্রের সরকার এবার কোনও কারণ না দেখিয়েই বাতিল করল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ব্রিকস (BRICS) সম্মেলনে মস্কো (Moscow) সফর। রাজ্যের উন্নয়নে যাতে কোনওভাবেই সাহায্য না আসে, এবার সরাসরি সেই বিমাতৃসুলভ আচরণ মোদি সরকারের।

রাশিয়ার মস্কোয় ব্রিকস (BRICS) অন্তর্ভুক্ত দেশগুলির সম্মেলনের বিভিন্ন বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবছর ভারতের একমাত্র মেয়র হিসাবে সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে তাঁকে ছাড়পত্রও দেওয়া হয়ে গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফেও মস্কো যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন ফিরহাদ। ১৭ সেপ্টেম্বর থেকে যেখানে রাজ্য তথা শহরের প্রতিনিধিত্ব করার কথা ছিল ফিরহাদ হাকিমের, সেখানে শনিবারই তাঁর মস্কো সফর আটকে দেয় বিদেশমন্ত্রক (MEA)।

বিদেশ মন্ত্রকের তরফে এই সফর বাতিলের কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। শুধুমাত্র লেখা হয়েছে, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ (political angle) থেকে সফরের অনুমতি বাতিল করা হয়েছে। আর সেখানেই উঠেছে প্রশ্ন। সম্পূর্ণভাবে ব্রিকস ভুক্ত দেশগুলির উন্নয়নের ও পারস্পরিক সহযোগিতার কারণে যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে রাজনৈতিক অভিসন্ধি কীভাবে সফরের পথে অন্তরায় হয়, প্রশ্ন তৃণমূলের। সেই সঙ্গে মস্কোর মেয়র (Mayor of Moscow) এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন কলকাতার মেয়রকে। দুই ঐতিহাসিক শহরের আদান প্রদানের পথে কেন বাধা দিল বিদেশমন্ত্রক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্মানজনক সফরে কেন্দ্রের সরকারের ‘না’ মোদি সরকারের দ্বিচারিতাকেই স্পষ্ট করছে বলে পুরসভার একাংশেরও মত।

spot_img

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...