ফের ডবল ইঞ্জিনের ত্রিপুরায় ২ নাবালিকাকে গণধর্ষণ! ধৃত অভিযুক্ত বিজেপি নেত্রীর পুত্র

ডবল ইঞ্জিন সরকারের যোগী রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে থাকার ছবি আগেই সামনে এসেছে। এবার বিজেপি (BJP) শাসিত আরও এক রাজ্যে নারীদের উপর নির্যাতনের ঘটনা। ত্রিপুরায় (Tripura) পর পর দু’দিন দুই নাবালিকাকে গণধর্ষণের খবর প্রকাশ্যে। একটিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যার পুত্র ও তাঁর বন্ধু।শুক্রবার, স্কুল থেকে ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ ত্রিপুরার (Tripura) বেলোনিয়া মহিলা থানা এলাকায় ওই ছাত্রীর (Student) নিখোঁজের ডায়েরি করা হয়। শনিবার সন্ধেয় তাকে বাড়ির সামনে ফেলে যাওয়া হয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ত্রিপুরা পুলিশ। অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে এই কিশোরীকে তুলে নিয়ে যায় কয়েক জন দুষ্কৃতী। একাধিক জায়গায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার সন্ধেয় ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। মূল অভিযুক্ত স্থানীয় এক ২২ বছরের যুবক বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হয়েছে।ওই একই দিনে আরেও এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরায়। বাড়ির পাশের দোকানে গিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রী। তাকে রাস্তা থেকে অপহরণ করে বিজেপির এক পঞ্চায়েত সদস্যা মীনা বেগমের ছেলে আয়াজ আলি ও তার বন্ধু উসমান আলি। কাপড় দিয়ে মুখ বেঁধে বাইকে তুলে চম্পট দেয় তারা। স্থানীয়রা ধাওয়া করলেও, ধরতে পারেননি। গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকের গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছাত্রীটি অচৈতন্য হয়ে গেলে তাকে জঙ্গলে ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা। নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে নেমে বিজেপির পঞ্চায়েত সদস্যার ছেলে ও তার বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।

দুটি ঘটনায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের ত্রিপুরা সরকারের নারী নিরাপত্তা। বারবার কিশোরীদের গণধর্ষণ ও সেই ঘটনায় বিজেপি নেত্রীর পুত্রের যোগ নিয়ে মুখে কুলুপ সেই রাজ্যের শাসকদলের।










Previous articleবিজেপি শাসিত ছত্তিশগড়ে কালোজাদু সন্দেহ! পিটিয়ে খুন পুলিশ-সহ ৫
Next articleবাংলায় ২০০ বছর ধরে দুর্গাপুজো হয়েছে, স্বাধীনতা সংগ্রাম প্রভাবিত হয়নি: দাবি জুনিয়র ডাক্তারদের