বাংলায় ২০০ বছর ধরে দুর্গাপুজো হয়েছে, স্বাধীনতা সংগ্রাম প্রভাবিত হয়নি: দাবি জুনিয়র ডাক্তারদের

এ বারের পুজোও ঠিক সেই রকমই হবে।

স্বাস্থ্য ভবনের সামনে এখনও ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সরকার পক্ষের সঙ্গে একাধিক বার আলোচনার সম্ভাবনা তৈরি হয়েও তা ফলপ্রসূ হয়নি। এক বার নবান্নে, এক বার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের চৌকাঠ পর্যন্ত গিয়েও ফিরে এসেছেন ডাক্তারেরা।

মুখ্যমন্ত্রী মমতা সম্প্রতি রাজ্য জুড়ে আন্দোলনের উদ্দেশে বার্তা দিয়েছেন উৎসবে ফেরার জন্য। সোমবার আন্দোলনকারীরা বলেন, এমন নয় যে বাংলায় ২০০ বছর ধরে কোনও দুর্গাপুজো হয়নি। দুর্গাপুজো হয়েছে। স্বাধীনতা সংগ্রাম তার জন্য প্রভাবিত হয়নি। স্বাধীনতাও এসেছিল। এ বারের পুজোও ঠিক সেই রকমই হবে।

আজ যদি নতুন ইমেল আসে, তার পরই সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা ও সরকার পক্ষ উভয়েই আলোচনা চাইছে। পরিবর্তে দু’পক্ষের সই-সহ ‘মিনিটস’ (আলোচনার সারসংক্ষেপ) দেওয়া হবে।
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান নিয়ে কেউ কেউ কটাক্ষও করতে শুরু করেছেন। তাঁদের বক্তব্য, আমরা ন্যায়ের পথে আছি। আমরা কোনও মিথ্যা কথা বলছি না যে লুকিয়ে করব। আমাদের সৎ সাহস আছে।











Previous articleফের ডবল ইঞ্জিনের ত্রিপুরায় ২ নাবালিকাকে গণধর্ষণ! ধৃত অভিযুক্ত বিজেপি নেত্রীর পুত্র
Next articleআজ আইএসএল-এর অভিযান শুরু মহামেডানের, সাদা-কালো ব্রিগেডের সামনে নর্থইস্ট