Sunday, January 11, 2026

ধনঞ্জয় ফাঁসি মামলার পুনর্বিচার চেয়ে সরব ‘মঞ্চ’, আস্থা মুখ্যমন্ত্রীতেই

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের মধ্যেই হেতাল পারেখ খুনে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের (Dhanajay Bhattacharya) ফাঁসির পুনর্বিবেচনার দাবি। সরব ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ‘। ২০০৪ সালের ১৪ অগাস্ট কিশোরী হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। তারপর কেটে গেছে ২০ বছর। তবে ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ-এর‘ অভিযোগ সেদিন কলকাতার প্রভাবশালীদের মন রাখতেই তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadev Bhattacharya) সঠিক বিচার হতে দেননি। ফের সেই মামলা পুনর্বিচারের দাবিতে সোমবার মঞ্চর পক্ষে থেকে রাণুছায়া মঞ্চে সভার আয়োজন হয়।ভবানীপুরের স্কুলের ছাত্রী হেতাল পারেখকে ধর্ষণ -খুনের অভিযোগে ১৯৯০ -এর মে মাসে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে (Dhanajay Bhattacharya) গ্রেফতার থেকে ২০০৪ -এর ১৪ অগস্ট আগের দিন পর্যন্ত সঠিক বিচারের দাবিতে একাধিক কর্মসূচি করেছে ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ‘। তবে সঠিক তদন্ত না করেই সেদিন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, এদিন বারবার এই অভিযোগ উঠল মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর গলায়।অন্যদিকে সহ-আহ্বায়ক জীবন চক্রবর্তী বলেন, ধনঞ্জয় আমার সহপাঠী ছিল। ওর নামে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্যের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন। কেঁদেও ছিলেন। সে সময় দুঃখকে ছাপিয়ে গিয়েছিল ক্ষোভ। অভিযোগ, সেই কারণেই সঠিক বিচার পাননি বাঁকুড়ার ছেলে ধনঞ্জয়। জীবন চক্রবর্তীর আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর কাণ্ডের জন্য যতটা সরব ঠিক একই ভাবে ধনঞ্জয় ও হেতাল পারেখকে তাঁদের পাপ্য ন্যায় পাইয়ে দেবেন।










spot_img

Related articles

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...