পানশালায় গোলমালের অভিযোগ! হাওড়ায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ ৩ পুলিশ-কর্মী

পানশালায় ‘মদ্যপ’ অবস্থায় গন্ডগোলের অভিযোগ এবার খোদ পুলিশের বিরুদ্ধেই। হাওড়ার সাঁকরাইলের ধুলাগোড় জালান কমপ্লেক্স এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন একটি পানশালায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ গিয়ে অভিযুক্ত তিন পুলিশ-কর্মীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের হলেন পাঞ্জাব মন্ডল, বিজয় পাল, অরিন্দম কোনার। তিন জনেই ডোমজুড় থানায় কর্মরত ছিলেন।

পাঞ্জাব কনস্টেবল, বিজয় অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ও অরবিন্দ সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত। অভিযোগ, মদ খেয়ে টাকা দেওয়া নিয়ে গন্ডগোল। পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদ খেয়ে পানশালায় ঝামেলা ও ভাঙচুরের চেষ্টা করার অভিযোগ রয়েছে। রবিবার রাতে একটি পানশালায় এরা গিয়েছিলেন। ঝামেলার খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তিনজকে গ্রেফতার করে নিয়ে যায়। পানশালার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত তিনজনকেই সাসপেন্ডও করা হয়েছে।

আরও পড়ুন- উদ্বোধনের আগেই নাম বদল! বন্দে মেট্রো বদলে হল দাঁত ভাঙা নাম

 

Previous articleউদ্বোধনের আগেই নাম বদল! বন্দে মেট্রো বদলে হল দাঁত ভাঙা নাম
Next articleজাতিগত জনগণনা ইস্যু! শরিকি চাপে জেরবার বিজেপি