অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আন্দোলনরত চিকিৎসকদের, লেখা হচ্ছে মিনিটস

দু’ঘণ্টা ৪৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকের পরে আপাতত কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে চলছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার নির্যাস লেখার কাজ। সদিচ্ছা নিয়ে বারবার চেষ্টা করে অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আলোচনার টেবিলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, সন্ধেয় মুখ্যমন্ত্রীর কালীঘাটে বাড়িতে বৈঠকে যোগ দেন আন্দোলনরত চিকিৎসকরা। সোমবার, জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কালীঘাটের বাড়িতে বৈঠকে ডাকা হয়। স্বাস্থ্য ভবন থেকে বাসে দুজন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে জুনিয়র ডাক্তাররা ছটার পরে পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়িতে। আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে ৬:৪৫ মিনিট থেকে বৈঠক শুরু হয় চলে সাড়ে আটটা পর্যন্ত। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ছিল, দুতরফেই মিটিং-এর মিনিটস লেখা হবে এরপর দু-পক্ষ স্বাক্ষর করে সেই কার্য বিবরণী সংগ্রহ করবে। বৈঠক শেষে ঘড়ির কাঁটা দশটা পনেরো পেরিয়ে যাওয়ার পরেও চলছে মিনিটস লেখার কাজ। সূত্রের খবর, এরপর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন। একইসঙ্গে স্বাস্থ্য ভবন সামনে ফিরে গিয়ে ধর্না মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করতে পারেন জুনিয়র চিকিৎসকরাও। সূত্রের খবর, বৈঠক সদর্থক হয়েছে। মঙ্গলবার কোনও বড় ঘোষণা রাজ্যের তরফে করা হতে পারে।










Previous articleজাতিগত জনগণনা ইস্যু! শরিকি চাপে জেরবার বিজেপি
Next articleআরজি করের প্রতিবাদ মিছিলে আলাপ! সেই ‘প্রতিবাদী’ বন্ধুদের দ্বারাই গণধর্ষিতা তরুণী