বিশ্বকর্মা ভাসান দিতে এসে বিপত্তি! ঠাকুর সমেত গঙ্গায় লরি

বিশ্বকর্মা বিসর্জন দিতে এসে বিপত্তি। ঠাকুর সমেত লরি পড়লো জলে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর ঘাটে। পুলিশ সূত্রের খবর, ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে আসেন কারখানার বেশ কয়েকজন শ্রমিক। দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে ঠাকুর আনা হয় শিবপুর ঘাটে। তখন গঙ্গায় জোয়ারের টান থাকায় জলস্তর অনেকটাই বেশি ছিল। ঠাকুর নামানোর সময় ভারসাম্য হারিয়ে লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায়। ওইসময় লরিতে ২১-২২ জন শ্রমিক ছিলেন। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। প্রাণভয়ে লরি থেকে নিচে ঝাঁপ মারেন শ্রমিকরা।

তবে এই ঘটনায় কেউ আহত না হলেও গঙ্গার-ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত লরিটিকে তোলা সম্ভব হয়নি।

আরও পড়ুন- ‘তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচারে ফেরা যাক’, ডাক প্রেসিডেন্সি শিক্ষা সমাজের

 

Previous article‘তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচারে ফেরা যাক’, ডাক প্রেসিডেন্সি শিক্ষা সমাজের
Next articleনবান্নে শেষ মুখ্যসচিব-জুনিয়র ডাক্তারদের বৈঠক, কবে উঠছে কর্মবিরতি?