Sunday, November 9, 2025

মেডিক্যাল রেজিস্ট্রেশন হারাতে চলেছেন সন্দীপ! আজ নজর কাউন্সিলের সিদ্ধান্তে

Date:

Share post:

আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) কি তাঁর ‘ডাক্তারি’ তকমা হারাতে চলেছেন? বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council)বৈঠকে এই ইঙ্গিত মিলেছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার অপেক্ষা। কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের (Dr. Sudipta Roy) কাছে ইতিমধ্যেই সব পক্ষের মতামত জমা পড়েছে। কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে তাতে কড়া পদক্ষেপ প্রয়োজন বলেই মনে করছে চিকিৎসক মহলের একাংশ।

আইএমএ-র (IMA)রাজ্য শাখার তরফে মঙ্গলবারই মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠিয়ে অবিলম্বে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের কথা বলা হয়। গত ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পাঁচ দিন পরে আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে শোকজ করেছিল কাউন্সিল। জবাবদিহির জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল। কাউন্সিলের তরফে জানানো হয় যে, কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে দু’টি কারণের প্রয়োজন হয়। এক, কেউ যদি কোনও অপরাধমূলক কাজের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী প্রমাণিত হন এবং দুই, অপরাধমূলক কাজে জড়ানোর ফলে যদি সেই চিকিৎসকের বদনাম হয়ে থাকে। কিন্তু কাউন্সিলের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে সন্দীপ শোকজের উত্তর দেননি। এরপরই বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বৈঠক হয় এবং সূত্রের খবর আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...