Monday, August 25, 2025

ভয়ঙ্কর অপরাধ-মারাত্মক বদনাম! অভিযোগে সন্দীপে রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

Date:

Share post:

ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। লিখতে পারবেন না প্রেসক্রিপশনও। আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College And Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। আর জি কর হাসপাতালে দুর্নীতি এবং চিকিৎসক-পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে CBI হেফাজতে সন্দীপ। এই নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপযুক্ত জবাব না পেয়ে এবার রেজিস্ট্রেশন বাতিল করা হয়।এদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ সেপ্টেম্বর সন্দীপকে (Sandip Ghosh) কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। বেঙ্গল মেডিক‌্যাল কাউন্সিল ১৯১৪, সাবসিকোয়েন্ট অ‌্যামেন্ডমেন্ট ২৫(এ)(২) অ‌্যাক্ট-এর অ‌্যাপ্লায়েড মেডিক‌্যাল কাউন্সিল ৩৭(৩) ধারায় শোকজ করা হয়েছিল। বলা হয়েছিল জবাব না দিলে অথবা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সে কারণে, নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তাঁর নাম অপসারণ করা হল।মঙ্গলবারই IMA-র রাজ্য শাখার তরফে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়কে চিঠি পাঠানো হয়। সুদীপ্তকে অনুরোধ করা হয়, ‘ব্যক্তিগত সম্পর্ক’ না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হোক। বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে একটি বৈঠকে কাউন্সিল সভাপতি দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেন। মেডিক‌্যাল কাউন্সিল সূত্রে খবর, সন্দীপের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেন অধিকাংশ সদস‌্য। কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানান, কেউ অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলে বা ভয়ঙ্কর অপরাধমূলক কোনও ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সমাজে যদি অভিযুক্তের মারাত্মক বদনাম (ইনফেমাস কন্ডাক্ট) হয়, তবে রেজিস্ট্রেশন বাতিল হয়। সেই মতোই বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিলের সিদ্ধান্ত জানায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে অভিযুক্ত যদি ক্লিনচিট পেয়ে যান, তবে রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়াই নিয়ম।









spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...