কেন তলব? ED দফতর থেকে বেরিয়ে জানালেন ডাক্তার সুদীপ্ত 

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তদন্তে নেমে হাসপাতালের সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিককে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার শ্রীরামপুরের বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়কে (Dr Sudipta Roy) ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। গত মঙ্গলবারই তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছিল। বৃহস্পতিবার প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও (CGO) থেকে বেরিয়ে ‘তলব’ প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল বিধায়ক।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED officials) আধিকারিকেরা চিকিৎসকের তিনটে ফোন বাজেয়াপ্ত করেছিলেন। বৃহস্পতিবার সেগুলি ওপেন করে ডেটা কালেক্ট করতে অনেকটা সময় লেগেছে বলে জানিয়েছেন সুদীপ্ত রায়। পাশাপাশি তদন্তের সহযোগিতা করেছেন বলেও দাবি বিধায়কের। সূত্রের খবর অনুযায়ী, সুদীপ্তর কল লিস্টে যাদের নাম ছিল, তদন্তের স্বার্থে তাঁদেরও নাকি ডেকে পাঠানো হয়। এই বিষয়ে চিকিৎসক বলেন, প্রয়োজনে সকলের সঙ্গেই কথা বলতে পারেন তদন্তকারী অফিসাররা। এতে কোন সমস্যা নেই।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleজল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি, রাজ্যের বন্যা পরিস্থিতির কতটা উন্নতি