১৯ সেপ্টম্বর থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। সেই টেস্টে ঋষভ পন্থ, শুভমন গিল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা রান পেলেও , রান পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ আর দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেন কোহলি। পুরোন রোগেও বারবার আক্রন্ত হচ্ছেন তিনি। আর সেই রোগ নিয়েই এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বলা ভালো রোগের ওষুধ দিয়ে দিলেন শাস্ত্রী।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন বিরাট। ২০২১ সাল থেকে ১৮ বার স্পিনারদের বিরুদ্ধে উইকেট দিয়েছেন তিনি। আর এই নিয়েই চিন্তিত রবি শাস্ত্রী। তিনি বললেন, বিরাটের সুইপ খেলা উচিত। এই নিয়ে শাস্ত্রী বলেন, “ গত দু’-তিন বছরে স্পিনারদের বিরুদ্ধে বার বার আউট হচ্ছে বিরাট। তবে রানও পেয়েছে স্পিনারদের বিরুদ্ধে। বিরাটের পায়ের নড়াচড়া কম হচ্ছে। সেটা আরও বৃদ্ধি করতে হবে। সময়ের সঙ্গে এগোতে হবে। বড় খেলতে ভয় পেলে চলবে না। ফিল্ডারের মাথার উপর দিয়ে বল তুলতে হবে। কখনও কখনও স্পিনারদের বিরুদ্ধে সুইপ খেলতে হবে। তাদের লাইন, লেংথ ঘেঁটে দিতে হবে।”

শুধু বিরাটকে নয় টিম ইন্ডিয়ার বাকি ব্যাটারদেরও উপদেশ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। তিনি বলেন, “ ভারতের পিচে এখন খেলা খুব সহজ নয়। তবে শুভমন গিল প্রথম ইনিংসে যে ভাবে আউট হয়েছে, সেটা হাস্যকর। শুভমন নিজেও সেটা জানে। সব ব্যাটারেরা এগুলো মনে রাখে। তারা সেই সমস্যার সমাধানও খোঁজে। সেটাই করতে হবে। সমস্যা বুঝে সেটার সমাধান বার করতে হবে।”

আরও পড়ুন- ৬৩২ দিন পর টেস্টে ম্যাচে ফিরেই শতরান পন্থের, কুর্নিশ বিরাটের
