Friday, November 7, 2025

বাংলার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে মানববন্ধন মহিলা তৃণমূলের

Date:

Share post:

আমার তোমার হাতে, আমারা সবাই দিদি-র সাথে- এই স্লোগানকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর মানববন্ধনের ডাক হয়েছে। ২-৩টে থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যের মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয়। বাংলার মহিলারা হাত উপুড় করে আর্শীবাদ করেন মমতাকে। কিন্তু সম্প্রতি আর জি করের ঘটনার প্রেক্ষিতে বিরোধীরা রাজ্যের মহিলাদের নিরাপত্তা-সুরক্ষা নিয়ে নিশানা করে সরকারকে। এবার সেই প্রকল্পগুলির প্রচারে মানববন্ধনের ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মিছিলও হবে রাজপথে।৩০ তারিখ রাজ্যের ৪২টি সাংসদীয় এলাকায় পাঁচ কিলোমিটার করে রাস্তা মানববন্ধন করা হবে। ওই দিন কলকাতা ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত মিছিল করবেন চন্দ্রিমা ভট্টাচার্যরা (Chandrima Bhattacharya)।নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা-ভাবনা ও উদ্যোগের প্রতি ‘কৃতজ্ঞতা’ জানিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্য জুড়ে মেগা কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। ওই দিন বিকেল ৪টা থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কন্যাশ্রী-রূপশ্রী-সহ বাংলায় নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উদ্যোগ নিয়েছেন তা বিশ্বমঞ্চে বন্দিত হয়েছে একাধিকবার। তাঁরই এই উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে এই কর্মসূচি। মন্ত্রীর সংযোজন— ২৮ সেপ্টেম্বর কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধন হবে। ওই একই সময়ে রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলাতেও এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সব মিলিয়ে মোট ১৭৫ কিলো মিটারের মানববন্ধন হবে ওই দিন। চন্দ্রিমার কথায়, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘কৃতজ্ঞতা’। আর স্লোগান দেওয়া হয়েছে ‘আমার হাত, তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’। তাঁর সংযোজন এখন পুজোর আগে মানুষজন কেনাকাটা করতে বেরোন। এছাড়াও নিত্যদিনের ভিড় তো আছেই। কারও অসুবিধা না করে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে রাজ্য জুড়ে।









spot_img

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...