বিদেশের মাটিতে বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে। বাংলার উন্নয়নমূলক কাজের প্রচার বা সম্মান নয়- উল্টো ভাবভূর্তির প্রচারের চেষ্টা। শুধু তাই নয়, বাংলায় যখন মুখ্যমন্ত্রীর সদর্থক পদক্ষেপে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা, তখন আর জি কর-কাণ্ডকে ইস্যু করে লন্ডনে (London) নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নৃত্যানুষ্ঠান বাতিল করলেন প্রবাসীরা। ৫ অক্টোবর ইউকে-র বেঙ্গলি কালচারাল সোসাইটি রিডিংয়ের উদ্যোগে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের কথা ছিল।

বেঙ্গলি কালচারাল সোসাইটি রিডিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের আবেগের কথা মাথায় রেখেই নাকি অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ডোনার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। যদিও সংবাদমাধ্যমে ডোনা জানান, সম্প্রতি পরিস্থিতির কথা মাথায় রেখে শক্তির আরাধনার পাশাপাশি প্রতিবাদকেও প্রাধান্য দেওয়া হয়েছে তাঁর অনুষ্ঠানে। এই শো ছাড়াও লন্ডনে আরও শো রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) ‘দীক্ষা মঞ্জরি’র। সেগুলি অবশ্য বাতিল করা হয়নি।

শিল্প মাধ্যমই শিল্পীর প্রতিবাদের ভাষা। আর সেই ভাবেই এই নৃশংস ঘটনার প্রতিবাদ করতে চান ডোনা। কিন্তু সুদূর লন্ডনে বসে বাংলার মাটির সঙ্গে সম্পর্ক না রাখা বেশ কয়েকজন প্রবাসী এখন শুধু ব্যস্ত সমালোচনায়। সেই কারণে বাংলার শিল্পীদের হেয় করতেও পিছুপা নন তাঁরা।
