কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের

আগামিকাল আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হারের মুখ দেখেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হাতছাড়া হয় লাল-হলুদের। তবে সেই নিয়ে আর ভাবছেন না কুয়াদ্রাত। বরং ম্যাচে পুরো পয়েন্ট চাইছেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন সেকথা।

সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন,” আমরা তিন পয়েন্টের জন্যই লড়াই করতে নামব। এখানে এসেছি তিন পয়েন্টের জন্যই। ভাল ফুটবল খেলতেও চাই। আমরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছি। প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়ার কাছাকাছি ছিলাম। শেষের দিকে একটা সহজ সুযোগ পেয়েছিলাম। ম্যাচে প্রতিপক্ষের থেকে বেশি সুযোগ পেয়েছি। তবে মরশুমের শুরুতে এরকম সমস্যা হওয়া স্বাভাবিক। সব দলই নিজেদের সেরা একাদশ বাছার চেষ্টা করছে। আমরা কঠোর অনুশীলন করছি। খেলোয়াড়দের মানসিকতা দেখে ভাল লাগছে। রবিবার আমাদের কাছে তিন পয়েন্ট পাওয়ার আরও একটা সুযোগ।”

গতকালই প্লেয়ার স্টেটাস কমিটি ছাড়পত্র পেয়ে যান আনোয়ার আলি। নির্দেশ দেয় রবিবার আনোয়ার আলির খেলতে সমস্যা নেই। তবে তাঁকে কি প্রথম একাদশে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা রাখলেন লাল-হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, “দেখা যাক। আমরা সেরা প্রথম একাদশই নামাব।”

এদিকে দলবদল করেছেন লাল-হলুদের নতুন বিদেশি দিমিত্রিয়স দিয়ামানতাকোস। কেরালা ব্লাস্টার্স ছেড়ে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গল-এ। পুরনো ক্লাবের বিরুদ্ধে ম্যাচ। যদিও এই নিয়ে ভাবছেন না দিমিত্রিয়স। তিনি বলেন,” আবার কেরলে ফিরলাম। শেষ দু’বছর খুব ভাল কেটেছে। তবে এখন নতুন দল, নতুন ক্লাবে রয়েছি। তাদের হয়ে ট্রফি জয়ের চেষ্টা করব। তিন পয়েন্ট নিয়েই ফিরতে চাই। কেরল আমাকে খুব ভাল ভাবে রেখেছিল। তবে এখন সে সব অতীত। নতুন দলকে ম্যাচ জেতাতে চাই।”

আরও পড়ুন-বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন পন্থ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Previous articleপ্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম, শোকপ্রকাশ অভিষেকের