ফারাক্কায় চলন্ত ট্রেনে খুলে গেল কাপলিং! বিচ্ছিন্ন কামরা, দু-ভাগ মালগাড়ি 

রবিবাসরীয় সকালে রেল বিপত্তি। এবার ট্রেন চলতে চলতে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেল কামরা! ভারতীয় রেলের (Indian Rail) অপদার্থটা যে দিন দিন বেড়েই চলেছে ফের তার প্রমাণ মিলল। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ খোদাবন্দপুরের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা চলন্ত মালগাড়ির কয়েকটি কামরা মূল ইঞ্জিনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধুলিয়ানের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে ট্রেনটি লাইনচ্যুত না হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

প্রতিমাসে একটা করে রেল দুর্ঘটনার (Rail Accident) খবর ভারতবর্ষে চেনা রুটিন হয়ে গেছে। ছুটি সকালে তার ব্যতিক্রম হলো না। মুর্শিদাবাদের ফারাক্কায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়ি। চলন্ত ট্রেনের কাপলিং খুলে আচমকাই কয়েকটা কামরা বিচ্ছিন্ন হয়ে যায় (Wagons of goods train gets detached in Murshidabad)। ফলে ইঞ্জিনসহ কয়েকটি কামরা সামনে এগিয়ে যায় বাকিগুলো আলাদা হয়ে পিছনে পড়ে থাকে। তবে কোনও বগি লাইন থেকে বেরিয়ে যায়নি, তাই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে রেল আধিকারিকরা ট্রেন জোড়া লাগাবার কাজ শুরু করেছেন। যান্ত্রিক ত্রুটি না লাইনে কোন গন্ডগোল ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা থেকে সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি আলাদা হয়ে যাওয়া, ডিব্রুগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া থেকে কাঞ্চনজঙ্ঘা বা হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনা – বারবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা। এদিনের ঘটনা ফের প্রমাণ করলো রেলের টনক আজও নড়েনি।