Thursday, August 21, 2025

মেডিক্যাল কলেজ-হাসপাতালে নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেবেন কলকাতা পুলিশের আধিকারিকরা

Date:

Share post:

সরকারি হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের আটকানোর পাশাপাশি কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের (Security Guard) প্রশিক্ষণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুলিশের আধিকারিকদের দিয়েই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে কলকাতা পুলিশের (Kolkata Police) যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ কলকাতার সব থানার OC, DC এবং যুগ্ম কমিশনারদের এক লিখিত নির্দেশিকা জারি করেছেন। কলকাতার সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Medical College And Hospital) বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। আপাতত ঠিক হয়েছে, প্রথম পর্যায়ে তাঁদের ৩ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। কলকাতা পুলিশের দুই যুগ্ম কমিশনার এবং একজন ডেপুটি কমিশনারকে এই প্রশিক্ষণের খুঁটিনাটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে।ওই  নির্দেশিকায় কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা নিজের নিজের ডিভিশনের মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নামের তালিকা তৈরি করে পাঠাবেন। পাশাপাশি, কবে কোথায় কোন ব্যাচের ট্রেনিং হবে, তা নিশ্চিত করতে ডিভিশনের ডিসিরা যুগ্ম কমিশনার (ট্রেনিং) মেহমুদ আখতারের সঙ্গে সমন্বয় রেখে চলবেন।১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের শুনানির সময় কলকাতা শহরের মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। বিশেষ করে, চুক্তি ভিত্তিক বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দক্ষতা, সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতিরা। তারপরই কলকাতা পুলিশের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।

রাজ্য পুলিশের এলাকায় সমস্ত সরকারি হাসপাতালে পুলিস ফাঁড়ি নেই। কিন্তু কলকাতা শহরের মেডিক্যাল কলেজগুলির মাথায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিএসপি) পদমর্যাদার ও সরকারি হাসপাতালে ইনসপেক্টর পদমর্যদার অফিসারের নেতৃত্বে পুলিশ ফাঁড়ি রয়েছে। এমনকী, যে আর জি কর নিয়ে এত বিতর্ক, সেখানেও অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিএসপি) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। সাম্প্রতিক অতীতে কলকাতার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College And Hospital) রোগী মৃত্যুর পর কয়েকটি তাণ্ডবের ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ করা হয়েছিল। এবার শহরের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থাকবেন কলকাতা পুলিশের ট্রেনিং প্রাপ্ত বেসরকারি নিরাপত্তারক্ষীরা।









spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...