পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে রদবদল করা হল। জেলাশাসক রাধিকা আইয়ারকে বদলি করে নিয়ে যাওয়া হল স্বাস্থ্য দফতরের বিশেষ সিনিয়র সচিব পদে। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হলেন আয়েশা রানি। তিনি মেদিনীপুর ডিভিশনের ডিভিশনাল কমিশনার ছিলেন। এছাড়াও তিনি গ্রামীণ জীবন ও জীবিকা মিশনের অধিকর্তা ছিলেন। আয়েশা রানী জায়গায় মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের দায়িত্ব দেওয়া হল সময়সচিব অবনীন্দ্র সিং কে। এছাড়াও এদিন ১১ জন নতুন আইএএসকে মহকুমা শাসক পদে উন্নীত করা হলো। এই মর্মে কর্মীবর্গ ও প্রশাসনিক দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন- দুবাইয়ে বিনামূল্যে মিলছে আইফোন ম্যাক্স প্রো ১৬! ভাইরাল ভিডিয়ো দেখে ‘আফসোস’ সমাজমাধ্যমে
