আর জি কর কাণ্ডের (RG Kar Medical College and Hospital) পর রাজ্যের সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কতদূর এগোলো সেই কাজ? পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court)নির্দেশ মেনে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বদলের পরিকল্পনা নিয়ে আজ নবান্ন সভাঘরে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সশরীরে উপস্থিত থাকবেন থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রমুখ আধিকারিকরা। রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলে খবর। বিকেল সাড়ে চারটে নাগাদ এই বৈঠক শুরু হবে।

কলকাতার সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের প্রেক্ষিতে প্রবল আন্দোলনের আবহে ‘রাত্তিরের সাথী’ প্রকল্প চালু করে রাজ্য সরকার (Government of West Bengal)। এই প্রকল্প রূপায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি রাজ্যের সব মেডিক্যাল কলেজে মহিলা পুরুষ নির্বিশেষে স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত আপডেট খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সব হাসপাতালের সিভিল ইলেক্ট্রিক্যাল, আইটি বিভাগের কর্মীদের যোগ দিতে বলা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth), স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), পুলিশ ও স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও থাকবেন। এর আগে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল, ডিরেক্টরদের নিয়ে গত ১২ তারিখ বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষমেষ তা পিছিয়ে দেওয়া হয়। সেই বাতিল হওয়া মেগা বৈঠকই হবে আজ। আর জি কর-কাণ্ডের পরে হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে রাজ্য সরকার। ওই প্রকল্পের আওতায় কর্মস্থলে মহিলাদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে। পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে। মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে বিশেষ মহিলা স্বেচ্ছাসেবক। প্রতিটি কর্মস্থল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। ২৪ ঘণ্টা ধরে চলবে বিশেষ নজরদারি। মহিলা কর্মীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু হচ্ছে। আপাতত ১০০ ও ১১২ নম্বরে সাহায্য চেয়ে ফোন করতে পারবেন। সেই সঙ্গে হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে ঢোকা প্রত্যেকেরই শ্বাস পরীক্ষা করা হবে। অর্থাৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা, তা দেখা হবে। মহিলা কর্মীদেরদের যৌন নির্যাতন রুখতে প্রতিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন অফিসে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কোথায় নিরাপত্তা! বিজেপি জামানায় নিরাপদ নয় নাবালিকারাও

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার গত শুনানিতে ‘রাত্তিরে সাথী’ প্রকল্পের বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তনের কথা বলেছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। নারী-পুরুষের সমানাধিকার রক্ষায় রাতে মহিলাদের কম ডিউটি দেওয়ার বিষয়টি সরিয়ে দেওয়ার নির্দেশ এসেছিল। আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) জানিয়েছিলেন এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার (Government of West Bengal) অবশ্যই পদক্ষেপ করবে। আজ সেই সংক্রান্ত কোনও আপডেট হয় কিনা সেই দিকেও নজর থাকবে।
