Wednesday, November 5, 2025

বিজেপির মানহানির অভিযোগ, শিবসেনার সঞ্জয়কে কারাদণ্ড দিয়েও জামিন মঞ্জুর!

Date:

Share post:

বিজেপি ও সঙ্গীরাজ্যগুলিতে বারবার বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা মোদি জমানার একটা ট্রেন্ড। সেই ট্রেন্ড মেনে বিজেপির আনা মানহানির মামলায় শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতকে কারাদণ্ডের নির্দেশ দিয়েও জামিন মঞ্জুর করল মুম্বইয়ের মাজগাঁও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিপাকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মানহানি মামলায় ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মুম্বই আদালত। পাশাপাশি জরিমানাও করা হয়েছে ২৫ হাজার টাকা। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ছিল শিবসেনা সাংসদের বিরুদ্ধে। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করেন বিচারক।

মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন উদ্ধব শিবিরের নেতা। সেই অবমাননাকর মন্তব্যে কারণে মামলা দায়ের করেছিলেন মুম্বইয়ের বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধা কিরীট। ২০২২ সালে এই মানহানির মামলা করা হয়। সেই মানহানি মামলাতেই এই সাজা ঘোষণা হয় সঞ্জয় রাউতের নামে। যদিও সাজা ঘোষণার পাশাপাশি সঞ্জয়কে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দেন বিচারক। সেই আপিলে সাজা মকুব ও জামিনের আবেদন করেন সঞ্জয়ের আইনজীবী। বিচারক জামিন মঞ্জুর করেন।

তবে আদালতের ঘোষণার পরে সঞ্জয় দাবি করেন তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। বরাবার বিজেপির অপশাসন ও দেশ জোড়া বিরোধীদের বঞ্চনার বিরুদ্ধে সরব শিবসেনার রাজ্যসভার সাংসদ। তাই মোদি সরকার সব দিক থেকে তাঁকে চাপে রাখার চেষ্টা করে। কিন্তু এভাবে তাঁর স্বর বন্ধ করা যাবে না। তিনি রায়ের বিরোধিতায় উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান।









 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...