আগামিকাল কানপুরে দ্বিতীয় টেষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামছে ভারতীয় দল। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল। এই ম্যাচ জিতে নাজমুল হোসেন শান্তদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

প্রথম টেস্ট হয়েছিল চেন্নাই-এ। দ্বিতীয় ম্যাচ কানপুর। কী হবে প্রথম একাদশ? যদিও এই নিয়ে ধোঁয়াশা রাখলেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি জানিয়ে দিলেন, ম্যাচের দিন পিচ এবং আবহাওয়ার অপর নির্ভর করবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ। এদিন ভারতের হয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন নায়ার। নায়ার বলেন,” সত্যি বলতে আমি জানি না কোন পিচে খেলা হবে। দুটো পিচই ভাল দেখাচ্ছে। কানপুরে বরাবরই পিচ ভাল হয়। যদিও পিচে কতটা বল লাফাবে তা এখনও জানি না। যা পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে প্রথম একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সে সব দেখেই আমরা সিদ্ধান্ত নেব।”

সূত্রের খবর, ভারত-বাংলাদেশ ম্যাচের জন্য কানপুরে কালো মাটির পিচ করা হয়েছে। আপাতত দু’টি পিচ তৈরি রাখা হয়েছে। তার মধ্যেই একটি পিচে খেলা হবে দ্বিতীয় টেস্ট। জানা যাচ্ছে, বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে মাঠে গিয়ে দু’টি পিচই ভাল করে খতিয়ে দেখেছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বড় ঘোষণা শাকিবের
