দিল্লির আবহাওয়া দফতরের পূর্বাভাস দেখে যখন খানিকটা আশায় বুক বাঁধছিলেন দক্ষিণবঙ্গের বানভাসি মানুষ তখন আলিপুর (Alipur) আবহাওয়া দফতর থেকে এসে পৌঁছালো বিপদবার্তা। আর তাতে জানানো হচ্ছে আগামী ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

দিল্লির আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী বৃহস্পতিবার থেকে দুর্যোগ কাটার কথা বাংলা। শুক্রবার বিহারে (Bihar) বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার থেকে একমাত্র উত্তর পূর্ব ভারত ছাড়া আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। অথচ বৃহস্পতিবার দিনভর বারে বারে দমকা হাওয়ার সঙ্গে কখনও ঝিরঝির, কখনও ঝমঝম করে বৃষ্টিতে ভিজল দক্ষিণ বঙ্গের একাধিক জেলা।


সেই আবহাওয়ার সঙ্গে মিলে যাচ্ছে আলিপুর আবহাওয়ার দফতরের তথ্য। আলিপুর আবহাওয়া দফতরের প্রধান সোমনাথ দত্ত পূর্বাভাসে (forecast) জানাচ্ছেন আপাতত ৩ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪ তারিখ থেকে পরের সপ্তাহ অর্থাৎ দুর্গাপুজোর সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।
