নিজের কথাই অস্বীকার! মনিপুরে কুকি অনুপ্রবেশ হয়নি দাবি নিরাপত্তা উপদেষ্টার

মনিপুর (Manipur) পুলিশের ডিজির (DGP) সঙ্গে যৌথ বিবৃতিতে সেই কুলদীপ সিংই জানালেন এই ৯০০ জঙ্গি অনুপ্রবেশের (infiltration) খবর নেই

প্রতিবেশী মায়ানমার (Mayanmar) থেকে নাকি ৯০০ কুকি (Kuki) সম্প্রদায়ের জঙ্গির অনুপ্রবেশ হয়েছে মনিপুরে (Manipur)। ফলাও করে এই সতর্কতা জারি করার পরই পাল্টি খেলেন মনিপুরের নিরাপত্তা উপদেষ্টা (security advisor) কুলদীপ সিং। জানালেন এরকম অনুপ্রবেশের খবরের কোনও ভিত্তি নেই।

এক সপ্তাহও হয়নি, মনিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং (Kuldeep Singh) সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন মায়ানমার থেকে ৯০০ জঙ্গি অনুপ্রবেশের (infiltration) কথা। সতর্ক করেছিলেন সর্বোচ্চ স্তরে।জঙ্গিদের সম্পর্কে ফলাও বর্ণনাও দেওয়া হয়।

বুধবারই পাল্টি খেলেন কেন্দ্রের পাঠানো উপদেষ্টা। মনিপুর (Manipur) পুলিশের ডিজির (DGP) সঙ্গে যৌথ বিবৃতিতে সেই কুলদীপ সিংই জানালেন এই ৯০০ জঙ্গি অনুপ্রবেশের (infiltration) খবর নেই। কোনও ভিত্তি নেই সেই গোয়েন্দা রিপোর্টের। তা সত্ত্বেও সীমান্তে নজরদারি কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা উপদেষ্টার পাল্টি খাওয়ার পরই রাজনীতিকদের দাবি, মনিপুরের কুকি সম্প্রদায়ের মানুষকে বদনাম করার জন্য গোয়েন্দা রিপোর্টের দোহাই দিয়েছিলেন কেন্দ্রের উপদেষ্টা। এই বিবৃতির পর মনিপুরে ফের অশান্তি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল বলেও দাবি বিরোধীদের।