Monday, May 19, 2025

‘লাইফ সাপোর্ট নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, বির্তক চিকিৎসক মহলে

Date:

Share post:

লাইফ সাপোর্ট নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তির লাইফ সাপোর্টের প্রয়োজন কতটা, কীভাবে নেওয়া হবে সেই সিদ্ধান্ত সে বিষয়ে এই নির্দেশিকা। ইতিমধ্যে সেই নির্দেশিকার একটি খসড়া সামনে এসেছে। এই নির্দেশিকা নিয়ে চিকিৎসক মহলে বিতর্কও তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই খসড়া নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন সাধারণ নাগরিকরাও।

এই খসড়ায় চারটি শর্তের উল্লেখ করা হয়েছে। রোগীর পরিবার-পরিজন যদি আর লাইফ সাপোর্ট না রাখতে চান, অথবা লাইফ সাপোর্ট থাকলেও রোগীর পরিস্থিতি যদি কোনও উন্নতির সম্ভাবনা না পাশাপাশি একবারে গুরুতর হয় তখন এবং লাইফ সাপোর্টের কারণে রোগীর যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে এমন পরিস্থিতি হলে সেক্ষেত্রে লাইফ সাপোর্ট তুলে নেওয়া যাবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খসড়ায় বলা হয়েছে, রোগীকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যূনতম ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে। এই ৩ সদস্যের মধ্যে একজন জেনারেল ফিজিশিয়ান থাকবেন। আর বাকি দুজন থাকবেন নির্দিষ্ট রোগের বিশেষজ্ঞ। যাদের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

যদিও খসড়া সামনে আসতেই অসন্তোষ প্রকাশ করেছে দেশের চিকিৎসক মহল। এবিষয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আর বি অশোক বলেন, “এই সমস্ত শর্তাবলি চিকিৎসকদের আইনের আওতায় নিয়ে আসবে এবং তাদের উপর চাপ বৃদ্ধি করবে। তাছাড়াও এই ধরনের শর্তাবলি আরোপ করা দেখে মনে হতে পারে, চিকিৎসকরা ভুল সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নিতে অহেতুক দেরি করেন। কিছু বিষয়কে বিজ্ঞান ও পরিস্থিতি হিসাবে পরিজন, বাবা মা এবং চিকিৎসকদের উপরেই ছেড়ে দেওয়া উচিত।”

আরও পড়ুন- আচমকা আরজি করে পুলিশ কমিশনার মনোজ বর্মা! কিন্তু কেন?

 

 

spot_img

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...