Saturday, August 23, 2025

কলকাতায় সাইক্যাক্সিস ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান, অ্যাপে বুকিংয়ের সুযোগ

Date:

Share post:

গত ২৯ সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল সাইক্যাক্সিস ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের সম্পাদক ডা: স্বপ্ননীল বোস জানালেন, মানসিক সাহায্যের জন্য প্রস্তুত হওয়া সাইক্যাক্সিস অ্যাপ ১ নভেম্বর থেকে সারা ভারতের জন্য উন্মুক্ত হয়ে যাবে l এই অ্যাপের মাধ্যমে সারা ভারত থেকে যে কোনও মানসিক সমস্যার জন্য অনলাইনে বা অফলাইন কলস্যাল্টেশান বুক করা যাবেl মূলত সাইকোলজিক্যাল কাউন্সেলার, সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্টদের একটি দল এই পরিষেবা দেবে l শুধু তাই নয় এই অ্যাপের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ করার সুযোগ রয়েছে যা শুধু সাইকোলজির স্টুডেন্ট নয় সাধারণ মানুষের কাছেও সাইকোলজিক্যাল সমস্যার নানা সমাধান সূত্র সঠিক ভাবে পৌঁছে দেবে l

এই অ্যাপের মাধ্যমে সাইকোলজিক্যাল স্টুডেন্টরা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ইন্টার্নশিপ বুক করারও সুযোগ পাবে। ওই অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার নিয়েও একটি জনসচেতনতা মূলক আলোচনা করেন ডা: অভিষেক বসু l তিনি নতুন ক্যান্সারের ওষুধ এবং তার ব্যবহার নিয়েও চর্চা করেন। দুজন ক্যান্সার সারভাইভার পেশেন্ট তাদের মানসিক ও শারীরিক লড়াই এর কথা সকলের সামনে তুলে ধরেন lএই অনুষ্ঠানে আর একটি আকর্ষন ছিল একটি সাইকোলজিক্যাল সিনেমা “রূপকথা”র আনুষ্ঠানিক ঘোষণা l এই সিনেমাটির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা করবেন ডা : স্বপ্ননীল বোস, উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র বসু, সুমিতা বসু, পৌলমী কুন্ডু , বিতান সাহা, প্রীতা মজুমদার, স্টাইলিস্ট ও ফ্যাশান ডিজাইনার শ্রেয়া গুপ্ত, পোস্টার উন্মোচন করেন আর জে রোহিত l

সাংস্কৃতিক অনুষ্ঠান :-
১) আবৃত্তি কৃষ্ণা, আবৃত্তি :- মৌতুলী মূখার্জী, নাচ:- স্বাগতা ঘোষ
২) মহিসাষুর মর্দ্দিনী
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস চ্যাটার্জী (MLA Rajarhat , Newtown), আরাত্রিকা ভট্টাচার্য্য ( councilor Rajarhat), প্রফেসর ড: মল্লিকা ব্যানার্জী, Adv স্নেহাশীষ মূখার্জী ( supreme court), ডা: অমিতাভ দে, ডা: শ্রী কৃষ্ণ মণ্ডল (HOD , Radio therapy , NRS) , উৎসব মহারাজ ( Adyapith ), সুজয় চন্দা ( Ex IPS), প্রসেনজিত চ্যাটার্জী (মিডিয়া মার্কেটিং), প্রফেসর ড: সুমনা দত্ত, ডা: সোহম পালুই, ডা: অশোক কোণার, প্রফেসর ড: সুস্মিতা হালদার, প্রফেসর ড: আকাশ মাহাতো সহ বিশিষ্টরা।









spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...