খবরের শিরোনামে ফের রেল দুর্ঘটনা (Rail Accident)। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের রতলাম (Ratlam, Madhya Pradesh)। বৃহস্পতিবার দিল্লি-মুম্বই রুটে ডিজেল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি বগি (Goods Train derailed)। অল্পের জন্য রক্ষা! রাজকোট থেকে ডিজেল ট্যাঙ্কার নিয়ে ভোপালের দিকে যাচ্ছিল মালগাড়িটি। কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

প্যাসেঞ্জার ট্রেন হোক কিংবা মালগাড়ি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলে দুর্ঘটনা যে নিত্যদিনের রুটিন সেটা কারণ অজানা নয়। বারবার রেলের সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে কিন্তু অবস্থার কোন বদল ঘটেনি। লক্ষ্মীবারেও সেই প্রমাণ মিললো হাতেনাতে। দিল্লি-মুম্বই রুটে ডিজেল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার সময় রতলামে দুটি বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নির্গত হতে শুরু করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কার সরানোর কাজ শুরু করেন রেলের ইঞ্জিনিয়াররা। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে, সাময়িকভাবে ব্যাহত ওই রুটের রেল চলাচল।
