Thursday, August 21, 2025

বিদেশেও জমজমাট শারদীয়া, দশম বর্ষে পদার্পণ ইন্দো- চেক দুর্গোৎসবের

Date:

Share post:

দেখতে দেখতে কেটে গেল এক দশক। চলতি বছরে দশম বর্ষে পদার্পণ করছে ইন্দো- চেক দুর্গোৎসব (Indo – Czech Republic Durga Puja)। চেক বারক ফাউন্ডেশনের গ্যালারি লাপিদারিয়ামে পুজো অনুষ্ঠিত হচ্ছে। ওই টাউনের এই ভেন্যুতে রয়েছে পাথরের গ্যালারি। প্রাগৈতিহাসিক প্রাগের পুরো গ্যালারি জুড়েই পাণ্ডেল যেখানে শৈল্পিক ছোঁয়া পরিপূর্ণ। বৃহৎ আকারের ব্যারক মূর্তির সাজানো সম্ভার আর এবছরের পুজোর থিম নির্ভীক অনার্য সাধারণ মেয়ে দুর্গা – রূপায়ণে আর্টিস্ট, ফাউন্ডর ও কিউরেটর বঙ্গ তনয়া পাপিয়া ঘোষাল (Papiya Ghoshal)।

দুর্গাপুজো চিরকাল রাজ্য দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও বাঙালিয়ানার কৃতিত্বকে উপস্থাপিত করেছে। সৃষ্টিশীল বাঙালি যেখানেই থাকেন সেখানেই মা দুর্গার স্পর্শ তুলে ধরতে ব্যাকুল হয়েছেন। ইন্দো- চেক দুর্গোৎসবের থিমের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে মন্ডপের চারিদিকে ঝুলিয়ে রাখা হবে গামছা ও বনসাই। বনসাই আর্টিস্ট মাইকেল। পাপিয়া জানাচ্ছেন, নানা দেশের আর্টিস্টরা তাঁর দুর্গাকে সৃষ্টি করেছেন। সঙ্গে জুড়েছে সারা পৃথিবীর নানান ভাষার কবিতার অংশবিশেষ। টিম পাপিয়া প্রাগে নির্মাণ করছে পাণ্ডেলের থিম অনুযায়ী সেই কাজ করেছেন।সঙ্গে থাকছেন ফিনিস আর্টিস্ট রবার্ট লাশেনিউস, জার্মানী থেকে আসছেন গ্রাফিক্স আর্টিস্ট ইডেন, আরবের প্রাক্তন রাষ্ট্রদূত আর্টিস্ট আসাম এল সব্বান, বাংলাদেশের রাতুল লাইসেন, চেক আর্টিস্ট মিলাদা, জার্মান আর্টিস্ট রবার্ট ও রেগিনা। এছাড়াও পুজোয় আসছেন জার্মান সেতার বাদক মারকাস স্কমিড। ৯ তারিখ সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রদূত রভীষ কুমার, চেক মেয়র তেড়েসার উপস্থিতিতে হবে উদ্বোধন। গ্রেসি জলির উদ্যোগে নিউ ইয়র্ক থেকে আসছেন এক ঝাঁক বাঙালি ও আমেরিকানরাও এই দুর্গোৎসবের শামিল হচ্ছেন।

পুজোর পাশাপাশি সাংস্কৃতিক উৎসবের আয়োজনও করা হয়েছে। দেবীকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা অর্পণ করে কবিতাপাঠ, গান তো থাকবেই, তার সঙ্গে পুজোর অন্যতম বৈশিষ্ট্য মহিলা পুরোহিতের দ্বারা দেবী আরাধনা।২০১৫ সাল থেকে পাপিয়া মায়ের পুজো আর এক মাতৃ শক্তি দিয়েই করে থাকেন। প্রথমবার চেক প্রজাতন্ত্রে মা শুক্লা, বাবা দিলীপ ঘোষাল, ও বাউল গুরু পূর্ণদাস বাউল শুরু করেছিলেন এই মূর্তি পুজো। এবারও পুজো করতে আসছেন লন্ডন বেদান্ত আশ্রমের প্রধান এক ব্রিটিশ ব্রহ্মচারী পুরোহিত। মা দুর্গার উপাসনার মাধ্যমে ভারতীয় প্রাচীন সভ্যতায় যে নারী শক্তির প্রতি প্রেম পুজো ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেটাই চেক প্রজাতন্ত্রে তুলে ধরবেন পাপিয়া।

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...