দুর্গাপুজো (Durga Puja weather) দুর্যোগ মুক্ত কাটলেও বাঙালির লক্ষ্মী আরাধনা (Laxmi Puja) বিঘ্ন ঘটাতে তৈরি প্রকৃতি? এখন এই প্রশ্নের ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। শনিবার পঞ্জিকা মতো দশমী তিথি হলেও উৎসবমুখর বাঙালির কাছে আজ নবমীর আমেজ। সেইমতো সকাল থেকে হালকা মেঘলা আকাশে শুরু হয়েছে পুজো পরিক্রমা। আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে এদিন কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Weather) ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে।

পুজোর একেবারে শেষ ল্যাপে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে হালকা বৃষ্টি হবে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বুধবার লক্ষ্মী পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
