Saturday, August 23, 2025

‘গণইস্তফা’ সরকারের কাছে পদত্যাগ হিসেবে গ্রাহ্য নয়: স্পষ্ট জানালেন আলাপন

Date:

Share post:

ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে তা পদত্যাগ হিসেবে গৃহীত হয় না। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনকে সমর্থন জানিয়ে সিনিয়র চিকিৎসকদের ‘গণইস্তফা’ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করে একথা জানালেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay)। শনিবার দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, এই সব গণ ইস্তফা সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। তাঁর কথায়, ইস্তফা ব্যক্তিগত বিষয়। নিয়োগকর্তার কাছে কারণ-সহ ব্যক্তিগতভাবে ইস্তফাপত্র দিতে হবে। নাহলে তা পদত্যাগ হিসেবে গ্রাহ্য হবে না।জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিতেই কিছু দিন আগে একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’-র সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘গণইস্তফা’-র এই নাটক প্রথম শুরু হয়েছিল আর জি কর হাসপাতাল থেকেই। পরে কলকাতার অনান্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গত বুধবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা। কিন্তু তা ফলপ্রসূ হয়নি বলেই দাবি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার নতুন কিছু বলছে না। শুক্রবার রাতেও জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন অনশন প্রত্যাহার করার জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি স্বাস্থ্যভবনের তরফেও শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়র ডাক্তারের দাবির তালিকায় থাকা বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে।তবে এত সবের পরেও এখনও আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সমর্থন জানিয়ে সিনিয়র ডাক্তাররা শুরু করেছেন ‘লোক দেখানো’ পদত্যাগ। কিন্তু তার যে কোনও আইনত গ্রহণযোগ্যতা নেই। তা দিন ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (Alapan Bandopadhyay)। তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রেই গণইস্তফা-র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়। এই গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা পড়েছে।” সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, আর জি কর এবং অন্যান্য হাসপাতালগুলি মিলিয়ে একাধিক গণইস্তফা-র চিঠিতে এখনও পর্যন্ত দু’শোর কিছু কম স্বাক্ষর রয়েছে।







spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...