Monday, August 25, 2025

দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে জমে উঠেছে রেড রোড

Date:

Share post:

বাঙালির সেরা উৎসব এবছরের মতো শেষ পর্যায়ে। তবে এখনও দুর্গাপুজোর কার্নিভাল বাকি আছে। যা নিয়ে আম জনতার উন্মাদনা তুঙ্গে। রেড রোড জমে উঠেছে সেরার সেরা পুজোগুলির পদযাত্রার সাক্ষী হতে। সেই সঙ্গে প্রস্তুত লালবাজারও। বিপুল জন সমাগম সামলাতে বাড়তি ফোর্স মোতায়েন করছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে লালবাজারে বিশেষ বৈঠক হয়েছে। শেষমুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কী অবস্থায় তা নিয়ে খোঁজখবর নিয়েছেন খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি পুজোর সময় একাধিক মণ্ডপে আর জি করের ঘটনার প্রতিবাদ-স্লোগান শোনা গিয়েছে। তার জেরে কার্নিভালে  নিয়ে বাড়তি সতর্ক পুলিশ।

প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখানেই হাজির হবে পঞ্চাশের বেশি পুজো কমিটি। কুইনস ওয়ে থেকে প্রবেশ করবে একের পর এক ট্যাবলো। কার্নিভালে সামিল হয়ে সেগুলি একে একে এগিয়ে যাবে বাজে কদমতলা ঘাটের দিকে। সেখানেই কার্নিভালে অংশগ্রহণ করা প্রতিমাগুলির নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে।

একই সঙ্গে গঙ্গাতেও রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কুইনস ওয়ে থেকে ঘাট পর্যন্ত রাস্তায় থাকছে পৃথক পুলিস বাহিনী। লালবাজার সূত্রে খবর, গোটা এলাকাটিকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। কলকাতা পুলিশ জানিয়েছে, কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় দেড় হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে পুলিসি বার্তালাপের জন্য বিশেষ ওয়ারলেস টাওয়ার বসানো হয়েছে।









spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...