Thursday, November 6, 2025

পুজো কার্নিভাল: চূড়ান্ত প্রস্তুতি রেড রোডে, হাজির থাকবেন বিদেশি অতিথিরাও

Date:

Share post:

প্রতিবছরের মতো কলকাতার সেরা পুজো গুলিকে নিয়ে রেড রোডে বর্ণময় কার্নিভালের আয়োজন করা হয়েছে। সেখানে   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে শহরের সেরা পুজো গুলির প্রতিমা নিয়ে শোভাযাত্রার পর বাজে কদমতলা ঘাটে বিসর্জন দেওয়া হবে।

চলতি বছরে  ৯০ টি পুজো কমিটি রেড রোডের কার্নিভালে অংশ নিচ্ছে। জানা গিয়েছে, বিকেল সাড়ে চারটের সময় নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর বিশেষ অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শুরু হবে পুজোর কার্নিভাল। কার্নিভালে আসার জন্য আমন্ত্রিত থাকছেন একাধিক শিল্পপতি। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর থেকে জানানো হয়েছে, চলতি বছরে যে সমস্ত পুজো কমিটিগুলি বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে তারা প্রত্যেকেই কার্নিভালে উপস্থিত থাকবে।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বিগত বছরগুলির তুলনায় এই বছর বিদেশি অতিথির সংখ্যা থাকবে অনেক বেশি। আবার সাধারন মানুষের অংশগ্রহণও যাতে বাড়ে তার জন্য ২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা। ইতিমধ্যে কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে অনেক বিদেশি পর্যটক চলে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

২০১৬ সাল থেকে শুরু হয়েছে কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। তারপর থেকে ফি বছর রাজ্য সরকারের তরফে এই কার্নিভালের আয়োজন করা হলেও ২০২০ এবং ২০২১ সালে কোভিড অতিমারির কারণে বন্ধ ছিল কার্নিভাল। তারপর ফের ২০২২ সাল থেকে শুরু হয়। তবে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর আরও গুরুত্ব পেয়েছে এই কার্নিভাল। রেড রোড জুড়ে যে সব পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে তারা প্রত্যেকেই কয়েকটি ট্যবলো বের করে নিজেদের থিম প্রদর্শিত করতে পারবে। এর সঙ্গে নিজেদের প্রতিমাও প্রদর্শিত করাতে পারবেন পুজো কমিটিগুলি।

আরও পড়ুন- চাকরির প্রথম দিনেই ইস্তফা, ভাইরাল ইস্তফাপত্র নিয়ে শোরগোল নেটপাড়ায়

একদিকে বিসর্জনের কার্নিভাল দেখতে বিপুল মানুষের সমাগম ও আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের ওইদিনের দ্রোহের কার্নিভাল পালনের আহ্বানকে কেন্দ্র করে যাতে কোন অশান্তি সৃষ্টি না হয় পুলিশ সেদিকে কড়া নজর রাখছে। গোটা এলাকাটিকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাঁদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। কলকাতা পুলিশ জানিয়েছে, কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় দেড় হাজার পুলিস বাহিনী মোতায়েন করা হচ্ছে। বাজে কদমতলা ঘাটে দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গঙ্গাতেও রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কার্নিভালের জন্য মঙ্গলবার দুপুর থেকে খিদিরপুর রোড, কিংস ওয়ে, কুইনস ওয়ে, হসপিটাল রোড, রেড রোড, আকাশবাণীর সামনের রাস্তা যান চলাচলের জন্য  বন্ধ থাকবে। কার্নিভাল শেষ না  হওয়া পর্যন্ত এই বিধি নিষেধ জারি থাকবে।

 

 

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...